নবমপরশ

নবমপরশ: ০২ফেব্রুয়ারি ২০১৯ তারিখে জাতীয় প্রেসক্লাবে এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. সফিউদ্দিন আহমদ। সঞ্চালনায় ছিলেন, ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের পরিচালক এম আর মাহবুব। উৎসবে প্রধান অতিথি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আআমস আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মনিরুজ্জামান, বাংলাভিশনের উপদেষ্টা ও প্রেস ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালক ড. আব্দুল হাই সিদ্দিক, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট বোর্ডের মহাপরিচালক ফরিদ আহাম্মদ এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন। প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা অভিমত প্রকাশ করে বলেছেন, এখনো পর্যন্ত নবমপরশ’ই নরসিংদীর একমাত্র সংকলন যা জেলাবাসির মধ্যে সম্প্রীতির সেতুবন্ধন হিসাবে কাজ করছে।
এম এ আসাদ ভূঞা, নরসিংদীর মাটি ও মানুষ যার হৃদয়ের স্পন্দন, তার জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৫৩ সালে, মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের চুলা গ্রামের পাঁচআনি পাড়ার ভূঞা বাড়িতে। পড়াশোনা করেছেন, চুলা ফ্রি প্রাইমারি স্কুল, গোতাশিয়া মাইনর স্কুল, হাতিরদিয়া ছাদত আলী মডেল স্কুল, মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় এবং কাপাসিয়া ডিগ্রি কলেজে। শিল্প ও সংস্কৃতিমনা এই মানুষটি নিজস্ব দায়িত্ববোধ থেকে বেশ কিছু সম্পাদনার কাজ করেছেন। নবমপরশ তারই একটি। এতে জেলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরাসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের মধ্যে যোগসূত্র স্থাপন ও সমন্বয় সাধনের চেষ্টা করা হয়েছে। ’নবমপরশ’ নামটি জেলার ৬টি উপজেলা- নরসিংদী সদর, বেলাবো, মনোহরদী, পলাশ, রায়পুরা ও শিবপুর নামের প্রথম বর্ণ দিয়ে গঠন করা হয়েছে। এটি তৃতীয় সংস্করণ। যাদের নাম এ সংস্করণে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, তাদের মন:ক্ষুন্ন হবার কোন কারণ নেই। তারা নিজের উপজেলা, ইউনিয়ন, গ্রাম, নিজের নাম, পেশাগত পদবি, অফিসের নাম-ঠিকানা ও যোগাযোগ সংক্রান্ত তথ্য দিয়ে ইমেইল করতে পারেন nabamparas@gmail.com ঠিকানায়। আপনার দেয়া তথ্য তারা অন্তর্ভুক্ত করে নেবে তাদের পরবর্তী সংস্করণে।
ইতোমধ্যেই নরসিংদী ও ঢাকার কয়েকটি ঠিকানায় নবমপরশ পাওয়া যাচ্ছে৷ নরসিংদীতে কলেজ কর্নার, কলেজ মোড়, খালপাড়, ০১৭৮৮ ৩০৩৪৬৩, ও জে এইচ ডিজিটাল স্টুডিও, উপজেলা মোড়, ০১৭৪৮ ৯৬৮৬৯১, এবং ঢাকায় মোবাইল এডিশনস, দোকান ১০, গুলিস্তান পাতাল মার্কেট, ০১৭১১ ৮১৬৩৩৮, ও এইচ এন্ড এইচ কোম্পানি, শরীফ ম্যানশন, ৫৬ মতিঝিল বা/এ, ০১৮১৯ ৫২৭৬৮৭ (সম্পাদক), ঠিকানা থেকে ৬০০ টাকার বিনিময়ে নবমপরশ সংগ্রহ করা যাবে৷ নিজের জেলা তথা মাটি ও মানুষকে জানতে গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের যোগাযোগ সংক্রান্ত তথ্য পেতে নরসিংদী জেলাবাসির প্রত্যেকেই বইটি সংগ্রহ করা প্রয়োজন।
সায়েদ আব্দুল্লাহ যীশু
সহযোগি সম্পাদক, নবমপরশ
প্রিন্সিপাল অফিসার, রুপালি ব্যাংক, ঢাকা
সাবেক সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।

স্বাগতম আপনাদের আমাদের ওয়েব সাইট ভিজিট করার জন্য। "নবমপরশ" নরসিংদী জেলা নির্দেশিকা বইটি ক্রয় করতে যোগাযোগ করুন- লেখক আসাদ ভূঁইয়া > ০১৮১৯৫২৭৬৮৭